প্রকাশিত: Sun, Dec 31, 2023 11:07 AM
আপডেট: Wed, Jul 2, 2025 2:29 AM

[১]গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ আরও ১৮৭ জন নিহত

সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ২১ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে যা গাজার মোট জনসংখ্যার এক শতাংশের সমান। শনিবার ভোরে এক বিজ্ঞপ্তিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। সূত্র: সিনহুয়া

[৩] যুদ্ধের খবর সংগ্রহের জন্য বর্তমানে গাজায় অবস্থানরত সাংবাদিকরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় উপত্যকার খান ইউনিস, নুসেইরাত শরণার্থী শিবির এবং গাজার মধ্যাঞ্চলে ব্যাপক গুলি, বোমাবর্ষণ ও গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলের স্থল বাহিনী। পাশাপাশি বিমান হামলাও চালানো হয়েছে। ডিসেম্বরের শুরুর দিকেই খান ইউনিস দখল করেছিল ইসরায়েলি সেনারা। সেখান থেকেই সর্বশেষ এ হামলা চালাচ্ছে দখলদার বাহিনী।

[৪] ইসরায়েলের প্রতিরক্ষঅমন্ত্রী ইয়োভ গ্যালেন্ত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন যে, গাজায় তাদের সেনারা বর্তমানে হামাসের বিভিন্ন কমান্ড সেন্টার এবং অস্ত্রাগারের ধ্বংস করছে। সর্বশেষ সেখানকার একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। এই নেটওয়ার্কটির সঙ্গে গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের বাসভবনের সংযোগ ছিলো। 

[৫] ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় শনিবার সকাল পর্যন্ত ২নিহত ১৮৭ জনের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। তিনি গাজাভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-কুদস টিভিতে কর্মরত ছিলেন।  ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর এই সাংবাদিক আশ্রয় নিয়েছিলেন নুসেইরাত শরণার্থী শিবিরে।

[৬] শুক্রবার নুসেইরাতে ইসরায়েলি বিমান বাহিনীর গোলায় সপরিবারে নিহত হয়েছেন এই সাংবাদিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গত আড়াই মাসের অভিযানে উপত্যকায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬।